হ্যাপি নিউ ইয়ার 1430 শুভেচ্ছা, এসএমএস, উইশ, ম্যাসেজ, পিকচার, স্ট্যাটাস ও কোটস (Happy New Year Wishes, Greetings, Quotes, Shayari, Sms, Messages and Images In Bengali For 1430)
হাঁসি-কান্না, সুখ-দুঃখের মধ্যদিয়ে কেটে গেলো এই ১৪২৯ সাল এবং সূচনা হলো কিছু নতুন স্বপ্ন ও নতুন লক্ষ্য নিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা প্রারম্ভে BengaliSms.Com এর তরফ থেকে আপনাদের সকলের জন্য রইলো ১৪৩০ এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আশা করছি আপনাদের এই বছরটি সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের সাথে ভরপুর থাকুক।
নতুন বছরটাকে আনন্দ, উৎসাহ ও সফলতায় ভরপুর রাখার জন্য আমার সকলেই বছরের এই প্রথম দিনটাকে বিশেষ আনন্দের সাথে উদযাপন করার সাথে সাথে বন্ধু-বান্ধব ও পরিজনদের আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে থাকি। হ্যাপি নিউ ইয়ার 1430 উপলক্ষে আজকের এই পোস্টে আমরা বন্ধু-বান্ধব ও পরিজনদের পাঠানোর জন্য ১৪৩০ এর সেরা Bengali Happy New Year Wishes ও পিক নিয়ে হাজির হয়েছি।
Happy New Year 1430 Wishes in Bengali
“New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
❦~Happy New Year~❦”
Read More:- শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা
“নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ”
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার
“রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।
❦~হ্যাপি নিউ ইয়ার~❦”
“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”
“শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
হ্যাপি নিউ ইয়ার
❦~1430~❦”
Happy New Year 1430 Status in Bangla
“ফুরিয়ে গেলাে একটি বছর,
সময় হল বিদায় বেলার,
নতুন দিনে নতুন ভাবে
দেখা হবে দুজনে আবার।
❦~Happy New Year~❦”
“নতুন বছরে পুরানাে
প্রেমে নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।”
“নতুন সুর্য, নতুন বছর,
নতুন ভাবে নতুন আলাে,
তােমরা সবাই থেকো ভালাে।
❦~শুভ নববর্ষ~❦”
“ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে…
❦~শুভ নববর্ষ~❦”
“নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
❦~শুভ নববর্ষ~❦”
আসন্ন নতুন বছরে কামনা করি
সবার জীবন যেন ভরে ওঠে
অনাবিল সুখ ও শান্তিতে…
হ্যাপী নিউ ইয়ার
Happy New Year in Bengali Language
“আগামী বছরটা যেন তোমার
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা তুমি গত বছরে পাও নি,
তা যেন এই বছরে পাও
হ্যাপি নিউ ইয়ার ”
“নতুন সূর্য, নতুন গান।
নতুন সুর, নতুন প্রান।
নতুন ঊষার নতুন আলো।
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।”
“নতুন আশা নতুন প্রান, নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলাে, নতুন বছর কাটুক ভালাে।
❦~শুভ নববর্ষ~❦”
তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনন্দের,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৫৬০০ মিনিট সৌভাগ্যের !
হ্যাপি নিউ ইয়ার!!
নতুন দিন,
নতুন মাস,
নতুন আশা,
নতুন সংকল্প,
নতুন আকাঙ্খা,
এবং নতুন বছর।
সব নতুন কিছু নিয়ে নতুন যাত্রা শুরু করো।
হ্যাপি নিউ ইয়ার
নতুন দিন, নতুন মাস,
নতুন আশা, নতুন সংকল্প,
নতুন আকাঙ্খা,
এবং নতুন বছর।
সব নতুন কিছু নিয়ে নতুন যাত্রা শুরু করো।
হ্যাপি নিউ ইয়ার
Happy New Year Bengali Quotes and Shayari
“বছর শেষের ঝরা পাতা
বললো উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেলো
হওয়ার সাথে ভেসে,
নতুন বছর আসছে তাকে
যত্ন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে
ভীষণ ভালো থেকো।
❦~Happy New Year~❦”
“নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা।
পৃথিবীতে ছড়িয়ে দিক
শুধুই ভালোবাসা।
❦~Happy New Year~❦”
“কামনা করি নতুন বছরের
আগমনে প্রতিবারের মতন
শুধু ক্যালেন্ডার না বদলে
মানুষের চিন্তাভাবনাটাও বদলায়।
❦~শুভ নববর্ষ~❦”
“বন্ধু হও, শত্রু হও,
যেখানে যে কেহ রও,
ক্ষমা করাে আজকের মতাে
পুরাতন বছরের সাথে,
পুরাতন অপরাধ যতাে।
❦~শুভ নববর্ষ~❦”
“পুরানাে সব স্মৃতি করে
ফেল ইতি,
পুরানাে সব কষ্ট করে
ফেল নষ্ট,
পুরানাে সব বেদনা আর
মনে রেখ না,
পুরােনের হয়েছে মরন
নতুন করে করো বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে,
তাকাও নব সুর্যের দিকে
সূর্যটা হাঁসে, তােমায় ভালবাসে।
তাই তােমাকে আমি জানাই
নতুন বছরের শুভেচছা।”
“বাউল গানের সান্ধ্য তালে,
নতুন বছর এসেছে ঘুরে।
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে।
❦~শুভ নববর্ষ~❦”
Happy New Year 1430 Bangla SMS and Message
“একটা সম্পূর্ণ নতুন
বছরের অনেক অনেক
শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
হ্যাপি নিউ ইয়ার”
নতুন বছর আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক
এই আশায় আপনাকে
শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
পুরানোকে বিদায় জানিয়ে,
নতুনকে বরণ করে,
আপনার পুরো বছরটা
হাসি-খুশির মধ্যেদিয়ে কেটে যাক।
শুভ নববর্ষ
আমার তরফ থেকে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
নতুন বছরের দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন।
আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
আপনার জীবনটি নতুন বছরে উজ্জ্বল হয়ে উঠুক।
শুভ নববর্ষের শুভেচ্ছা
“নতুন বছোরের নতুন দিন,
অল্পো কিছু শুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্নো গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।”
Happy New Year 1430 Bengali Greetings
আজ দেখো নতুন স্বপ্ন,
ভুলে যাও সব পুরনো কষ্ট।
আজ করো নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
হ্যাপি নিউ ইয়ার
“নতুন বছর আসুক নিয়ে
অনেক অনেক খুশি,
সেই খুসিতেই হৃদয়
ভরুক মাতুক বিশ্ববাসী,
তােমরা সবাই ভালাে থাকো,
এই কামনা করি,
নতুন বছরের শুভেচ্ছা ছাড়া
আর কিবা দিতে পারি।
❦~শুভ নববর্ষ~❦”
“কথার শেষে নতুন বেশে,
আসছে কোন ভেলা আনন্দে ভেসে,
নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে,
তাই মন সেজেছে রঙিন বেশে।
শুভ হোক নতুন বছর।”
“ইচ্ছে গুলি উড়ে বেড়াক,
পাখনা দুটি মেলে।
দিন গুলি তোর যাক না কেটে,
এমনি হাঁসি খেলে।
অপূর্ণ না থাক যেন,
তোর কোন শখ।
এই কামনার সাথে জানাই
শুভ পহেলা বৈশাখ।”
হ্যাপি নিউ ইয়ার 1430
“নতুন বছর নতুন ভোর
নতুন দিনের আলো,
সারাটি বছর কাটুক তোমার
আগের চেয়ে ভালো।
❦~Happy New Year~❦”
নতুন দিনের স্বপ্ন নিয়ে,
এলো নতুন বছর,
পুরনো দুঃখগুলো সবই বিদায় নিলো।
নতুন আশায় এসো সবাই জীবনটাকে গড়ি,
নতুন করে জীবনটাকে আবার শুরু করি।
হ্যাপি নিউ ইয়ার
দিনগুলি যেমনই হোক,
যাবে ঠিকই কেটে…
তবে বলো লাভটা কোথায়
পুরনো স্মৃতি ঘেঁটে?
সুখ-দুঃখ দিয়েই জীবন
ওঠে গড়ে।
নতুন আশায় এগিয়ে চলো,
বাঁচো নতুন করে।
হ্যাপি নিউ ইয়ার
নতুন বছরের প্রতিটি মুহূর্তে
ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে থাকুক।
তোমার জীবন ভালোবাসা,
আনন্দ এবং সুখে থাকায় কেটে যাক।
হ্যাপি নিউ ইয়ার
আমার সকল প্রিয় বন্ধু ও শত্রুকে জানাই
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
তোমাদের নতুন বছর হয়ে উঠুক খুশির ভান্ডার।
হ্যাপী নিউ ইয়ার
পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
হ্যাপি নিউ ইয়ার
তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনন্দের,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৫৬০০ মিনিট সৌভাগ্যের !
হ্যাপি নিউ ইয়ার!!
Happy New Year 1430 Bangla Photo
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
How do you wish Happy New Year in Bengali?
The traditional greeting for Bengalis in the new year is “Śubha nababarṣo” (শুভ নববর্ষ) or “Natuna bacharēra śubhēcchā” (নতুন বছরের শুভেচ্ছা) which is means “Happy New Year”. But if you want to send him a special message in new year then you can send him one of our happy new year bangla sms.
আপনি এই Happy new year 1430 ছবি গুলোকে কোন কোন প্লার্টফর্মে শেয়ার করতে পারবেন ?
আপনি এই Happy New Year 1430 Bangla Photo গুলোকে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটস্যাপ ও টুইটার এর মতো সোশ্যাল মিডিয়া প্লার্টফর্ম গুলিতে শেয়ার করতে পারবেন।
প্রেমিকাকে কিভাবে Happy New Year Wish করবেন ?
প্রেমিকাকে Happy New Year Wish করার জন্য আপনি নিচের Happy New Year Bangla Sms টি ব্যবহার করতে পারবেন।
“নতুন বছরে পুরানাে
প্রেমে নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।”
বন্ধুকে কিভাবে Happy New Year Wish করবেন ?
বন্ধুকে Happy New Year Wish করার জন্য আপনি নিচের Happy New Year Bangla Sms টি ব্যবহার করতে পারবেন।
“ নতুন বছর নতুন ভোর
নতুন দিনের আলো,
সারাটি বছর কাটুক তোমার
আগের চেয়ে ভালো।
❦~Happy New Year~❦”
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।